• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদ ভবনে হচ্ছে না সাবেক ভূমিমন্ত্রীর জানাজা

  নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২০, ১১:২১
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ফাইল ফটো)

বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুর পর সংসদ ভবনে জানাজার রেওয়াজ থাকলেও করোনা পরিস্থিতির কারণে সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের জানাজা সংসদ ভবনে হচ্ছে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এমনটাই জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ওয়ারেছ হোসেন।

তিনি জানান, জনসমাগম এড়াতে উর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তার নির্বাচনী এলাকা পাবনার ঈশ্বরদীতে স্বল্প জমায়েতে জানাজা হবে। সেখানেই এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) দেওয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন : সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড