• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা মেডিকেলে ফ্রি করোনা টেস্ট

  নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২০, ১২:১৫
ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ (ছবি : সংগৃহীত)

আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে বিনামূল্যে শুরু হচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কার্যক্রম। দেহে করোনার উপসর্গ থাকা রোগীরা এ পরীক্ষার তিন ঘণ্টার মধ্যেই ফল জানতে পারবেন।

বুধবার (১ এপ্রিল) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন।

ঢামেক পরিচালক বলেন, আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে রোগীদের করোনা পরীক্ষা করা হবে। তবে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীরাই এ সেবা পাবেন। কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান পরিচালক।

তিনি বলেন, আমাদের সঙ্গে যোগাযোগের জন্য কোনো জরুরি নম্বর নেই। স্বশরীরে হাসপাতালে এসে টেস্ট করাতে হবে।

করোনা পরীক্ষায় কেমন খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, করোনা টেস্ট খুবই ব্যয়বহুল। তবে এ পরীক্ষা যেন সহজেই এবং সুলভমূল্যে করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে সাধারণ মানুষ বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন।

এ পর্যন্ত ঢামেকে করোনা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনই রোগী আসছে। যাদের করোনার উপসর্গ আছে, তাদের পরীক্ষা করা হচ্ছে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি করোনা পজিটিভ ধরা পড়ে, তাকে ঢাকা মেডিকেল ছাড়া সরকারের বরাদ্দ করা হাসপাতালগুলোতে করোনাভাইরাসের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

আরও পড়ুন : ৪ ঘণ্টায় জানতে পারবেন করোনায় আক্রান্ত কি না

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও আজ থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম। সেখানে পরীক্ষার ৪ ঘণ্টার মধ্যে জানা যাবে ফল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড