• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘টিসিবির লাইনে’ ঝুঁকি

  নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২০, ০৯:২৯
টিসিবি
টিসিবির ট্রাকের সামনে দেখা যায় দীর্ঘ লাইনে দাড়িয়ে পন্য কিনছেন মানুষ (ছবি : সংগৃহীত)

দেশে সাধারণ ছুটির চাপ পড়েছে নিম্নআয়ের মানুষের দৈনন্দিনের জীবনে। বিশেষ করে নিত্যপণ্য জোগাতেই হিমশিম খাওয়ার জোগাড় তাদের। সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে নিত্যপণ্য সংগ্রহ পারেন সেজন্য সক্রিয় রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলদেশ (টিসিবি)। তবে লাইন ধরে সেসব পণ্য সংগ্রহ করতে গিয়ে উল্টো করোনাভাইরাসের ঝুঁকিতে পড়ছেন এসব মানুষ।

সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশে টিসিবির ট্রাকের সামনে দেখা যায় দীর্ঘ লাইনে দাড়িয়ে পন্য কিনছেন মানুষ।

ট্রাকের ব্যবস্থাপকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাতো ভীড় না করেই নিতে বলি। পাবলিক আমাদের কথা শুনে না। অনেক মানুষের লাইন আমরা মানাইতে পারি না। আমাদেরকে যদি পুলিশ বা আনসার দিয়ে দিতো। তাহলে শৃঙ্খলা রাখতে পারতাম।’

টিসিবির সহকারী কার্যানর্বাহী আকরাম হোসেন বলেন, ‘আমরা করোনা প্রতিরোধ করার জন্য সবরকম সরঞ্জাম সরবরাহ করে থাকি। সব ধরণের সতর্কতামূলক নির্দেশনাও থাকে। তারা এসব না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন : অস্থির বাজারে অসহায় টিসিবি

এমন অসতর্ক অবস্থায় পণ্য বিক্রি করতে গিয়ে করোনার ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এই ধরণের অসতর্কতা সামাজিক সংক্রমণ বাড়িয়ে তুলবে। সংশ্লিষ্ঠ সবাইকে আমরা বলবো এসব বিষয়ে সবাই এখনই সচেতন হোন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড