• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিকিৎসকদের হাসপাতালের পাশেই রাখতে চায় সরকার

  অধিকার ডেস্ক

৩০ মার্চ ২০২০, ০০:০৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের আশপাশেই রাখতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ের রেস্ট হাউজের তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (২৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপ সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সকল মহানগর, জেলা ও উপজেলা হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের আশপাশে থাকার প্রয়োজন হতে পারে।

সেখানা আরও বলা হয়েছে, গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল সংলগ্ন স্থানে বসবাস করা আরও জরুরি হয়ে পড়েছে। এমতাবস্থায় সরাসরি হাসপাতাল সংলগ্ন কিংবা জেলা-উপজেলা সদরে সরকারের অন্যান্য আবাসন সুবিধা চিহ্নিত সংরক্ষণ করে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ করে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড