• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ অনেক ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী 

  অধিকার ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১২:৫৪
আইইডিসিআরের সম্মেলন কক্ষে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
আইইডিসিআরের সম্মেলন কক্ষে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী (ছবি : সংগৃহীত)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশ এখন অনেক ভালো আছে।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে দেশের করোনা পরিস্থিতি নিয়ে করা লাইভ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি, তাই বাংলাদেশ ভালো আছে।’

দেশে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি বলে জানায় প্রতিষ্ঠানটি।

রোববার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। তাই নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগী ৪৮ জনই। নতুন করে কারও মৃত্যুও হয়নি।

এছাড়া, এ পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন বলেও জানান তিনি।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ লাখ ৬৪ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩০ হাজার ৮২২ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড