• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রণোদনা চান গার্মেন্টস অ্যাক্সেসরিজ উদ্যোক্তারাও

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৭ মার্চ ২০২০, ১৭:০৫
বিজেএপিএমইএ
বিজেএপিএমইএ

তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে কাজ করা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার ভাগ চেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে স্বাগত জানিয়ে বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তার নির্দেশনায় কাজ করে উন্নত সোনার বাংলা গড়তে চাই। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে বিনিত অনুরোধ, যাতে করে ঘোষিত প্রণোদনা থেকে বরাদ্দ পেয়ে এ সেক্টরের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতাদি প্রদান করে উৎপাদন অব্যাহত রাখতে পারি। ‘

সংগঠটি জানিয়েছে করোনার প্রভাবে পোশাক শিল্পের বিদ্যমান সংকটের কারণে অ্যাকসেসরিজ শিল্পেও নেতিবাচক প্রভাব পড়েছে, তাই এই প্রণোদনা এখন তাদের প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘বিজিএপিএমইএ ১৭০০ এর বেশি গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের একটি বাণিজ্যক সংগঠন যা বাংলাদেশের পোশাক লিল্পের ৯৫ ভাগ এক্সেসরিজ পণ্য স্থানীয়ভাবে সরবরাহ করে থাকে। এছাড়া ওষুধ, ক্রোকারিজ, হিমায়িত খাদ্য, সিরামিক চামড়া ইত্যাদি রপ্তানি খাতের সকল ধরনের মোড়কজাত পণ্যের চাহিদা পূরণ করে থাকে।

আরও পড়ুন : মারা গেলেন করোনায় মৃত রোগীর পাশের বেডের ব্যক্তি

করোনাভাইরাস সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর উদ্দেশে ভাষাণে বলেছেন, ‘আমাদের শিল্প উৎপাদন ও রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে। এই আঘাত মোকাবিলায় আমরা কিছু আপৎকালীন ব্যবস্থা নিয়েছি। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দিয়ে কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।’’

এ বিষয়ে উল্লেখ করে আব্দুল কাদের খান বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের দুর্যোগের কারণে বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতিও সমস্যার সম্মুখীন। বিশেষ করে রপ্তানিমুখি পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পখাত নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কারণ , বিদেশী ক্রেতারা প্রতিনিয়ত ক্রয় আদেশ বাতিলসহ স্থগিত করে চলছে। ফলে শিল্প কারখানা চালু রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতনভাতা প্রদান করা অত্যন্ত কঠিন হয়ে পরেছে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর তার দূরদর্শী দৃষ্টিভঙ্গি দিয়ে রপ্তানিমূখী শিল্পের মালিকরা যাতে শ্রমিক কর্মচারিদের বেতনভাতা প্রদান করতে পারে সে জন্য ৫০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড