• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের ‘কিট-পিপিই’ নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকায়

  নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২০, ১৭:৪৬
করোনা
চীনের দেওয়া টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস শনাক্তে চীনের দেওয়া টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চীনের কুনমিং থেকে বিশেষ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এ তথ্য নিশ্চিত করেছেন।

সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই এবং এক হাজার থার্মোমিটার।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেওয়া এক বার্তায় লেখা হয় - ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

আরও পড়ুন : আন্তর্জাতিক রুটে বন্ধ ফ্লাইটের সময় বাড়ল

চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা প্রদান করছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী পাঠিয়েছে দেশটি। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড