• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা ছাড়লেন ৩ শতাধিক বিদেশি

  নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২০, ১২:০৮
বিদেশি নাগরিক
নিজ দেশে চলে যাচ্ছেন দুই দেশের কিছু নাগরিক (ছবি : সংগৃহীত)

মহামারি করোরাভাইরাস (ক্যাভিড-১৯) এর প্রভাবে দেশ জুড়ে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে ঢাকা ছেড়ে নিজ দেশে চলে গেছেন ৩৬৪ জন বিদেশি নাগরিক। তারা সবাই মালয়েশিয়া ও ভুটানের নাগরিক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া করোভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমন প্রেক্ষাপটে বিদেশি ওই নাগরিকরা নিজ দেশে ফিরে গেছেন।

জানা যায়, ফিরে যাওয়া বিদেশিদের মধ্যে অধিকাংশই ওই দুই দেশের ঢাকাস্থ দূতাবাসের কর্মী।

সংস্থাটি জানায়, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন। বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের ২টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। এ মহামারিতে এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যেই দেশে প্রাণ হারিয়েছেন ৫ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড