• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা রোগীর চিকিৎসায় ডাক্তারদের অস্বীকৃতি চলবে না

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ২২:৪২
করোনা ভাইরাস
স্বাস্থ্য অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক অস্বীকৃতি জানাতে পারবে না। এ বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল হাসানের স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনা জারি করা হয়।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে জরুরি নির্দেশনা বিষয়ক নোটিশে বলা হয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাজনিত জটিলতা মোকাবিলার জন্য নিম্নবর্ণিত নিদের্শনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন : করোনার নমুনা পরীক্ষায় তিন হাসপাতালে পিসিআর মেশিন

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি ও বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবে না। যদি কোনো রোগীর কোভিড-১৯ লক্ষণ থাকে, তবে প্রথম চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) পরে দ্বিতীয় চিকিৎসকের কাছে পাঠাবেন। দ্বিতীয় চিকিৎসক পিপিই পরিহিত অবস্থায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড