• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ১৯:০১
করোনা ভাইরাস
কোচিং সেন্টার (ছবি : সংগৃহীত)

স্কুল-কলেজের পাশাপাশি আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের কোচিংও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে হবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ মার্চ মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৮ মার্চ শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : করোনার সঙ্গে খালেদার মুক্তির কোনো সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী

বৈঠকে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড