• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

  অধিকার ডেস্ক

২৫ মার্চ ২০২০, ১২:২৭
করোনা ভাইরাস
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা (ফাইল ফটো)

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আজ বুধবার আরও একজন মারা গেছেন। বিদেশফেরত এক আত্মীয়ের মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৬৫। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক অনলাইন লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

সেব্রিনা ফ্লোরা বলেন, মারা যাওয়া রোগী একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৫ জন।

আইইডিসিআর পরিচালক বলেন, ঢাকার বাইরেও করোনার পরীক্ষা করার ব্যবস্থা হচ্ছে। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ জনের। নতুন কেউ আক্রান্ত হননি। আমরা ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করেছি। অনেকের কাছে এ সংখ্যা কম মনে হচ্ছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুসারে পরীক্ষা করছি।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড