• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝুঁকি নিয়েই বাড়ির পথে মানুষ, টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়

  অধিকার ডেস্ক

২৪ মার্চ ২০২০, ০৪:৫৬
১০ দিনের ছুটিতে টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়
১০ দিনের ছুটিতে টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় (ছবি : ফেসবুক)

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির ঘোষণা আসছে, এ রকম গুঞ্জনে নগরবাসীর প্রস্তুতি ছিল আগেই। ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। টানা ১০ দিনের ছুটি পেয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই সপরিবার বাড়ির পথে ছুটতে শুরু করেছে মানুষ।

সোমবার (২৩ মার্চ) বিকালে গণমাধ্যমে ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশনসহ রাজধানীর সবকটি বাস টার্মিনাল ও সদরঘাটে হাজারো মানুষের ভিড় লেগে যায়।

বাস কাউন্টারে লম্বা লাইনে দাড়িয়ে টিকিটের অপেক্ষায় দাঁড়ায় হাজার হাজার মানুষ। অগ্রিম প্রস্তুতি না থাকায় যাত্রীদের চাপে হিমশিম খেতে হচ্ছে রেলওয়েকে। দাঁড়িয়ে যাত্রী নেওয়ার পর ট্রেনগুলোর ছাদেও অনেককে উঠে পড়তে দেখা যায়।

একই অবস্থা ছিল সদরঘাটের লঞ্চ টার্মিনালেও। করোনা পরিস্থিতিতে গত কয়েকদিন লঞ্চগুলো যাত্রী না পেলেও এদিন কানায় কানায় পূর্ণ হয়ে গন্তব্যের পথে ছুটে।

হঠাৎ পাওয়া ছুটিতে নাড়ির টানে বাড়ির পানে ছোটা মানুষদের মধ্যে কারও মধ্যেই চোখে পড়েনি স্বাস্থ্য সচেতনতা। অনেকের মুখ নানারকম মাস্কে ঢাকা থাকলেও তাদের ভিড়ের সঙ্গে গা মিলিয়ে ছুটতে দেখা গেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড