• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের মানুষকে ঝুঁকিতে ফেলবেন না, বিদেশফেরতদের স্বাস্থ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২০, ১৬:৪২
স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

দেশ ও দেশের মানুষকে ঝুঁকিতে না ফেলতে বিদেশফেরত প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, যারা বিদেশ থেকে দেশে এসেছেন তারা দেয়াল টপকিয়ে পর্যন্ত পালিয়ে যাচ্ছেন। এটা তারা কেন করছে তা জানি না। তাদের এখন কোয়ারেন্টিনে থাকা খুব জরুরি। যদি তারা এটা মেনে চলে তাহলে তার দ্বারা অন্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হবে না। আপনারা (প্রবাসী) যদি কোয়ারেন্টিনে থাকেন তাহলে আপনাদের পরিবারকেও আমরা রক্ষা করতে পারব। মহামারি করোনা রোগ নির্ণয় সহজ হবে।

জাহিদ মালেক বলেন, এখনো কিছু ফ্লাইট চালু রয়েছে। আগামীতে সেটাও হয়তো বন্ধ করে দেওয়া হবে। তখন আর করোনা আক্রান্ত একজন ব্যক্তিও বাংলাদেশে ঢুকতে পারবে না।

মন্ত্রী বলেন, দেশকে ও দেশের মানুষকে আপনারা ঝুঁকিতে ফেলবেন না। সৌদি আরব, কাতার ও ইরানের মতো দেশগুলো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করলেও আমাদের দেশে কিন্তু বন্ধ হয়নি। আমরা সীমিত করতে বলেছি সেটাও হচ্ছে না।

আরও পড়ুন : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা খারিজ করে দিল মার্কিন আদালত

তিনি আরও বলেন, আপানার স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটির আবেদন জানিয়েছিলেন, বন্ধ ঘোষণা করার পর দেখা গেল কক্সবাজার বিচে লোকে লোকারণ্য। স্কুল বন্ধ দেওয়া হয়েছিল ঘরে থাকার জন্য, বেড়াতে যাওয়ার জন্য না। এই জন্যই তো বন্ধ করা হচ্ছিল না। সবার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড