• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থাকলে প্রবাসীদের পাসপোর্ট জব্দ

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৯:২৯
শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ফাইল ফটো)

বিদেশফেরত প্রবাসীরা সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থাকলে তাদের পাসপোর্ট জব্দ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এরই মধ্যে দেশে আসা সব প্রবাসীদের একটি তালিকা তৈরি করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুন : করোনা আক্রান্ত ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাসটি দৈনিক অধিকারের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

ফেসবুকে তিনি লিখেছেন, ‘বিদেশফেরতদের অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতেই হবে।

সকল উপজেলায় বিদেশফেরতদের তালিকা তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতায় তা নিশ্চিত করছেন। কোনো তথ্য থাকলে তাদের জানাবেন দয়া করে।

যারা এই নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন থেকে তাদের পাসপোর্টও জব্দ করা হবে।’

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড