• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমবার থেকে অনলাইনে ব্রিফিং করবে আইইডিসিআর

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৭:১৬
প্রেস ব্রিফিং
আইইডিসিআর-এর প্রেস ব্রিফিং (ছবি : সংগৃহীত)

জুম অনলাইন অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২৩ মার্চ) থেকে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) প্রতিদিনের ব্রিফিং শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিনের মতোই বেলা ১২টায় এ ব্রিফিংও হবে। ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য ই-মেইলে আমন্ত্রণপত্রও পাঠানো হবে। তখন আপনারা এই অ্যাপের মাধ্যমে ব্রিফে অংশগ্রহণ করবেন।

এর আগে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন শনাক্ত হয়েছেন করোনা ভাইরাস পজেটিভ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ জন রোগী শনাক্ত করা হয়েছে।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড