• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-১০ আসনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

  নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২০, ১৮:২৯
ইভিএম
ইভিএম (ফাইল ফটো)

দিনভর নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে একটানা বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) ঢাকা-১০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করেছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন।

এ দিকে, করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে ভোটার উপস্থিত অন্যান্য ভোটের তুলনায় অনেক কম ছিল। যদিও ইসি থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি ভোট কেন্দ্রে।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াল জ্যাক মা

প্রসঙ্গত, সিটি নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসনটি গত ২৯ ডিসেম্বর শূন্য ঘোষণা করা হয়।

রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, শেরেবাংলা ও লালবাগ থানা এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ও বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড