• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াল জ্যাক মা

  নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২০, ১৭:৫২
আলিবাবা
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সারা বিশ্বই এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণে এখন বাংলাদেশও আক্রান্ত। করোনা মোকাবিলায় এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তবুও হিমশিম খাচ্ছে সরকার। এবার করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াল বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে টেস্ট কিট, নিরাপত্তা পোশাক ও মাস্ক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন চীনা ব্যবসায়ী জ্যাক মা।

তিনি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন। বাংলাদেশসহ এসব সরঞ্জাম পাবে মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, কম্বোডিয়া, লাওস ও মঙ্গোলিয়া।

জ্যাক মা লিখেছেন, তারা ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। পাশাপাশি ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেওয়া হবে।

তিনি আরও লিখেছেন, এসব সরঞ্জাম সরবরাহের কাজ হয়তো দ্রুত করা সম্ভব হবে না।তবে শেষ পর্যন্ত সেটি সম্পন্ন করবেন তারা।

পৃথিবীর খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকম। এই প্রতিষ্ঠানটির বাজার মূল্য এখন চল্লিশ হাজার কোটি ডলার।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র টুইটার পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড