• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাদ্যমন্ত্রীর মেয়েকে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২০, ২২:২৬
খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়েকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা (ছবি : সংগৃহীত)

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা রুপা মজুমদারকে ছুরি মেরেছে তিন মুখোশধারী দুর্বৃত্ত। কৃষ্ণা রুপা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার (২০ মার্চ) এক খুদে বার্তায় কৃষ্ণা রুপা মজুমদার নিজেই জানিয়েছেন তাকে তিনজন মুখোশধারী ছুরিকাঘাত করে পালিয়ে যান।

তবে কখন, কোথায়, কীভাবে তার ওপর হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। কিন্তু এই হামলাকে তিনি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন।

এ ব্যাপারে জানতে মোবাইল ফোনের মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জানা গেছে, বর্তমানে রাজধানীর মিন্টু রোডে বাবার বাসায় রয়েছেন কৃষ্ণা রুপা মজুমদার।

কৃষ্ণা রুপার সহকর্মী এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানান, শুক্রবার (২০ মার্চ) বিকাল ৩টার দিকে মিন্টু রেডে বাসার আশপাশেই এ ঘটনা ঘটে। এ সময় তিনি রিকশায় ছিলেন। তিনজন মুখোশধারী তার রিকশা আটকে তাকে ছুরিকাঘাত করেন এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে কৃষ্ণা রুপা মজুমদারের স্বামী ও বিএসএমএমইউর ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার মারা যান। রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করে ইন্দিরা রোডের বাসায় যান রাজন। রবিবার ভোর ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তবে রাজনের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড