• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইইডিসিআর পরিচালক ফ্লোরা অসুস্থ

  অধিকার ডেস্ক

১৯ মার্চ ২০২০, ১৪:১৩
মীরজাদী সেব্রিনা ফ্লোরা
আইইডিসিআর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা (ছবি : সংগৃহীত)

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অসুস্থ হয়ে পড়েছেন।

একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, তার রক্তচাপ পড়ে গেছে। যার কারণে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। তিনি তার অফিসেই রেস্টে আছেন বলে জানা গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রতিদিন সংবাদমাধ্যমে ব্রিফ করে আসছেন সেব্রিনা ফ্লোরা।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে চারজনসহ বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। এছাড়া করোনা সন্দেহে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

এছাড়া, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ৮ হাজার ৯৬৯ জন।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড