• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশেই তৈরি হচ্ছে কিট, করোনা পরীক্ষায় খরচ ৩০০ টাকা

  নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২০, ২০:৪৯
করোনা
করোনা পরীক্ষার কিট তৈরি হচ্ছে দেশেই (ছবি : প্রতীকী)

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কিট এখন থেকে বাংলাদেশেই উৎপাদিত হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন পেলেই এ কিট দেশের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে উৎপাদক সংস্থা গণস্বাস্থ্য-আএনএ বায়োটেক লিমিটেড।

মঙ্গলবার (১৭ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস পরীক্ষা কাজে ব্যবহৃত প্রতিটি কিটের জন্য খরচ হবে ২০০ টাকার মতো।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি ইংরেজি দৈনিককে জানিয়েছেন, গণস্বাস্থ্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের একটি সমন্বিত দল এই কিট আবিষ্কার করেছে।

তিনি বলেন, এই কিট দেশে করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে মানুষের মধ্যে যে ভয়ভীতি হয়েছে, তা কমাবে। কিট উৎপাদনের জন্য আমরা ডিজিডিএর কাছে অনুমতির আবেদন করেছি। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমতি দিলেই আগামী এক মাসের মধ্যে আমরা উৎপাদনে যেতে পারব।

আমরা আশা করছি, এই ডায়াগনস্টিক কিট ২০০ টাকায় বিক্রেতা এবং ল্যাবগুলোতে দিতে পারব। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সরকারের উচিত হবে বিষয়টি মনিটরিং করা যাতে সাধারণ জনগণ ৩০০ টাকার মধ্যে পরীক্ষা করাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে উৎপাদিত এই কিটের মাধ্যমে করোনা পরীক্ষার রেজাল্ট পেতে কয়েক ঘণ্টা থেকে দুইদিন সময় লাগতে পারে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড