• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাল-গম অতিরিক্ত মজুদ করলেই ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২০, ১৫:১৬
খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য (চাল ও গম) নিয়ে আতঙ্ক সৃষ্টি বা অতিরিক্ত মজুদ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রাণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় আক্রান্ত দেশ থেকে মানুষ আসা বন্ধ হলেও পণ্য আমদানি বন্ধ হয়নি। নতুন চাল বাজারে আসার সময় হয়ে এসেছে। তাই ক্রেতাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে চাল ও গম পর্যাপ্ত মজুদ আছে। বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে তিন লাখ ১৯ হাজার মেট্রিক টন গম মজুদ রয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন : কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় তার প্রভাব পড়েছে বাংলাদেশের নিত্যপণ্যের বাজারেও। এরই মধ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি দেশের সব স্থানে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড