• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেখানে প্রয়োজন শাটডাউন : ওবায়দুল কাদের

  অধিকার ডেস্ক

১৮ মার্চ ২০২০, ১৫:০৪
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শাটডাউন প্রয়োজন হলে করা হবে, যেখানে যেখানে প্রয়োজন। কারণ, এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, অন্যান্য দেশের মতো যেখানে যেখানে প্রয়োজন, সেখানে ‘শাটডাউন’ করা হবে।

বুধবার (১৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ আতঙ্ক সামনের দিনে যাতে আরও বাড়তে না পারে, সে ব্যাপারে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, আমাদের শত্রু করোনা ভয়ংকর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ংকর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।

করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘করোনা আমাদের অভিন্ন শত্রু।’

বিভিন্ন জমায়েত হচ্ছে— এ ব্যাপারে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা–সমাবেশে যাব না। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উৎসব অনুষ্ঠান সীমিত করা হয়েছে।’

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড