• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেই রুট পারমিট, জাবালে নূরের ৬ বাস জব্দ

  অধিকার ডেস্ক    ১১ আগস্ট ২০১৮, ১৫:২৮

জাবালে নূর বাস
জাবালে নূর বাস

লাইসেন্স ও কাগজপত্রে সমস্যা থাকার কারণে বিআরটিএ কর্তৃক রুট পারমিট বাতিল করা সত্ত্বেও বাস চালানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস জব্দ করেছে র‌্যাব।

শনিবার (১১ আগস্ট) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-৪ এর সদস্যরা জাবালে নূরের এসব বাস জব্দ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান।

মাহমুদ খান বলেন, জাবালে নূর পরিবহনের বাসগুলোর রুট পারমিট বাতিল হওয়া সত্ত্বেও সড়কে বের করা হয়। তাই সেগুলো জব্দ করা হয়েছে।

এর আগে রাজধানীর বিমানবন্দর রোডে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গত ১ আগস্ট জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর রোডে রেডিসন ব্লুর বিপরীতে কুর্মিটোলা হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূরের দুই বাস ড্রাইভারের রেষারেষিতে এক বাসের চাপায় মিম ও রাজিব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১০ থেকে ১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন।

এই দুর্ঘটনার দিন থেকেই ৯ দফা দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে সারাদেশের শিক্ষার্থীরা। দাবি আদায়ে টানা নয়দিন রাজপথে আন্দোলনে ছিল দেশের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড