• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে রেলমন্ত্রীর কর্মসূচি স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২০, ১৫:০১
ভৈরব রেলস্টেশন
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন (ছবি : সংগৃহীত)

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের পরিদর্শনে আসার কথা ছিল শনিবার (১৪ মার্চ)। কিন্তু করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে সেই নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জানা যায়, ঢাকা-কিশোরগঞ্জ বাইপাস নির্মাণের জন্য পদক্ষেপ নেয় রেলপথ মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে শনিবার রেলমন্ত্রী কিশোরগঞ্জ ও ভৈরব পরিদর্শনে আসার কথা ছিল।

এ ব্যাপারে ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, মন্ত্রী মহোদয়ের শনিবার বিকাল ৫টা ৩০মিনিটে ভৈরব স্টেশন পরিদর্শনের কথা ছিল। আবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ এক্সপ্রেসের মাধ্যমে রওনা হওয়ার কথা ছিল। পরিদর্শন কর্মসূচি বাতিলের কোনো চিঠি দুপুর ১২টা পর্যন্ত আমরা পাইনি।

তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, করোনা ভাইরাসের কারণে সাধারণ জনগণের জনসমাগম এড়াতে মাননীয় রেলপথ মন্ত্রীর পরিদর্শনে আসার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন : দেশব্যাপী কোয়ারেন্টাইনে ৩০৬ জন

অন্যদিকে বাইপাস নির্মাণকে কেন্দ্র করে ভৈরবের সর্বস্তরের মানুষের মাঝে প্রতিবাদের ঝড় উঠেছে। বাইপাস নির্মাণ বাতিল করতে ইতোমধ্যেই সামাজিক আন্দোলন ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি দেওয়া হয়েছে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড