• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইজিপি চান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

  বাগেরহাট প্রতিনিধি

০৯ মার্চ ২০২০, ১৭:৪১
আইজিপি
পুলিশ সুপারের বহুতল ভবন উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (ছবি : দৈনিক অধিকার)

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পরেই আমরা মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। মাদকের সাপ্লাই যেন দেশে না আসতে পারে সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যে কোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। এ জন্য শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সোমবার (৯ মার্চ) দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।

এর আগে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করেন। পরে তিনি ঐতিহাসিক টেরাকোটা পরিদর্শন করেন।

আরও পড়ুন : ইলিশ কেনাবেচায় ভোলায় ৭ ব্যবসায়ীর কারাদণ্ড

নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের ঊর্দ্বতন কর্মকর্তাসহ অনেকে।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড