• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ায় জরুরি পরামর্শ চীনা দূতাবাসের

  নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২০, ২০:৪০
মানচিত্রে বাংলাদেশ ও চীন
মানচিত্রে বাংলাদেশ ও চীন, ইনসেটে করোনা ভাইরাসের প্রতীকী আকার (ফাইল ফটো)

করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় বাংলাদেশকে জরুরি পরামর্শ দিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশকে অনুরোধ জানান—যারা নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত ও যারা সন্দেহভাজন আক্রান্ত এবং আক্রান্তদের সঙ্গে নিবিড় যোগাযোগ হওয়া ব্যক্তিদের জরুরি ভিত্তিতে যেন আলাদা করা হয়। এই তিন শ্রেণির লোকদের যেন আলাদাভাবে রাখা হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

রবিবার (৮ মার্চ) নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় এ অনুরোধ করেন হুয়ালং ইয়ান। একই সঙ্গে তিনি করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন।

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের রাজধানীর একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড