• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেভাবে করোনায় আক্রান্ত ৩ বাংলাদেশি

  নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২০, ১৯:৩৪
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষায় বেড়েছে মাস্ক ব্যবহার (প্রতীকী ছবি)

বাংলাদেশেও উপস্থিতি জানান দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভাইরাসটি শনাক্ত হওয়ার আড়াই মাস পর বাংলাদেশে দেখ দিল। এরই মধ্যে বিশ্বের আরও ১০২টি দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে দুজন দেশের বাইরে আক্রান্ত হয়েছেন। অন্যজন বাংলাদেশে ওই দুজনের সংস্পর্শে এসে আক্রান্ত হন। ওই দুজন ইতালি থেকে এসেছেন, তাদের শরীরে ভর করেই বাংলাদেশে এলো করোনা।

রবিবার (৮ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সময় আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।

তবে সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান আইইডিসিআর পরিচালক।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড