• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে‘

  মেহেরপুর প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২
প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ছবি : দৈনিক অধিকার)

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে উন্নয়ন করতে উদ্যোক্তা প্রয়োজন রয়েছে। এ দায়িত্ব আমাদেরসহ সরকারের সব বিভাগের। অনেকেই দেখি মাস্টার্স শেষ করে চাকরি না পেয়ে বেকার হয়ে বসে থাকেন। আমরা সবাই চাই নিজে কিছু করে স্বাবলম্বী হতে। তাই সকলে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথায় নিতে হবে। আর এজন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে (বিসিক) অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিসিক) আয়োজনে বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল কথা বলেন।

বিসিকের প্রকল্প পরিচালক (প্রযুক্তি) ডক্টর আবদুস সালামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুরের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প ও সমিতির (নাসিব) প্রেসিডেন্ট মির্জা নূরূল গনী শোভন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি প্রমুখ।

আরও পড়ুন : বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

উক্ত কর্মশালায় খুলনা বিভাগের ১০ টি জেলা থেকে বিসিকের মোট ৭৭ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড