• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্চেই অপ্রাপ্তবয়স্কদের এনআইডি দেবে ইসি

  নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৫
জাতীয় পরিচয়পত্র
জাতীয় পরিচয়পত্র (ছবি : সংগৃহীত)

আসছে মার্চে ১৮ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রতি উপজেলা বা থানায় অন্তত ১০ জন অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এ কার্ড দেওয়া হবে। মুজিববর্ষের অনুষ্ঠানে শুভেচ্ছা স্বরূপ এ কার্ড সরবরাহ করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানটি হবে আগামী ১৭ মার্চ। ওই দিন থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এক বছর নানা কর্মসূচি উদযাপন করা হবে।

সরকারের নানা কর্মসূচির সঙ্গে নির্বাচন কমিশনের হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি সরবরাহও অগ্রাধিকার ভিত্তিতেই রাখছে কমিশন। এ কার্যক্রমটি বাস্তবায়নের জন্য এরই মধ্যে মাঠ পর্যায়ের সব নির্বাচন কার্যালয়কে নির্দেশনা পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ১১ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশের ইলিশ

এনআইডি অনুবিভাগের উপপরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে- মুজিববর্ষের অনুষ্ঠানে শুভেচ্ছা স্বরূপ প্রতি উপজেলা বা থানায় ১৬ ও ১৭ বছর বয়সী ১০ জন নাগরিকদের হাতে এনআইডি তুলে দেওয়া যেতে পারে। এজন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য বলেছে কমিশন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড