• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কপাল পুড়ল মিয়ানমারের

  নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪
শেখ হাসিনা ও ড. গ্রেড মুলার
ড. গ্রেড মুলার মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন (ছবি : সংগৃহীত)

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে হুমকি দিয়েছে জার্মানি। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফরে আসা দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস থেকে এ তথ্য জানা গেছে।

জার্মান দূতাবাস জানায়, ২৬ ফেব্রুয়ারি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যান ড. গ্রেড মুলার। তিনি সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন।

গত ২৫ ফেব্রুয়ারি জার্মান উন্নয়ন মন্ত্রী ঢাকায় আসেন। তিনি ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গেও। তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। এছাড়া পোশাক শিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন।

দুই দিনের সফর শেষে জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার ২৬ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড