• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ঘণ্টায় শনাক্ত হবে করোনা : স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ান মিকোবায়োমেড কোম্পানির মেশিনের মাধ্যমে মাত্র এক ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত করা যাবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস ডিটেক্ট মেশিন রিসিভ ও ল্যাব উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে মহামারি আকার ধারণ করায় বাংলাদেশের সর্বত্র করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি যেন বাংলাদেশে না ছড়ায়, সেজন্য সরকারও কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, করোনা ভাইরাস, ডিএনএ, আরএনএসহ যে কোনো ভাইরাস মাত্র এক ঘণ্টায় শনাক্ত করবে মিকোবায়োমেডের মেশিন। যন্ত্রটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি বাংলাদেশকে স্যাম্পল হিসেবে দিয়েছে। তবে মেশিনটির কার্যকারিতা দেখে, ভালো মনে হলে বেশি পরিমাণে আমদানি করার চিন্তা-ভাবনা করবে সরকার।

এর আগে ১০০ কিটসহ মেশিনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করে দক্ষিণ কোরিয়ার মিকোবায়োমেড কোম্পানি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বিমানবন্দরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড