• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গাদের জন্য আরও ১৭ মিলিয়ন ডলার দেবে জাপান

  নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭
রোহিঙ্গা
কক্সবাজারে অস্থায়ী ক্যাম্পে শ্রেণিকক্ষের কাজে ব্যস্ত রোহিঙ্গা শিশুরা (ছবি : সংগৃহীত)

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জাপানের দেওয়া এই অর্থ ব্যয় করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাপান দূতাবাস জানায়, গত ৩০ জানুয়ারি রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৭ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান সরকার। এই অর্থ ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর, ইউএনএফপিএ, ইউএনউইমেন, জেপিএফ, এফএও, আইআরসি, ডাব্লিউএফপির মাধ্যমে ব্যয় করা হবে।

আরও পড়ুন : বিদেশি সিরিয়াল সম্প্রচারে অনুমতি লাগবে : তথ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল নামার পর জাপান বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এই অতিরিক্ত ১৭ মিলিয়ন ডলার দেওয়ার ফলে জাপানের সহায়তার পরিমাণ দাঁড়াল প্রায় ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

এই সহায়তার মধ্যে রয়েছে রোহিঙ্গা অস্থায়ী শিবিরের স্থান ব্যবস্থাপনা, কমিউনিটি ক্ষমতায়ন, আশ্রয়স্থল উন্নয়ন, শিশু সুরক্ষা, ওয়াশ সুবিধা, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ, পরিবেশগত পুনর্বাসন, দক্ষতা ও জীবিকার উন্নয়ন এবং পুষ্টি উন্নয়ন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড