• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদেশি সিরিয়াল সম্প্রচারে অনুমতি লাগবে : তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৫
তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

দেশের টেলিভিশন চ্যানেলে বিদেশি যে কোনো সিরিয়াল সম্প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডিরেক্টর গিল্ডের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, বিদেশি শিল্পী, মডেলদের দিয়ে বানানো বিজ্ঞাপনের জন্য মডেলদের শুল্কের পাশাপাশি নির্মাতাদেরও ট্যাক্স দিতে হবে।

এ মতবিনিময় সভায় টেলিভিশন শিল্পের নানা দিক নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

আরও পড়ুন : ৭ দিনেই মশা নিধন : খোকন

হাছান মাহমুদ বলেন, যে কেউ, যে কোনো মডেলদের দিয়ে বিজ্ঞাপন বা অন্যকিছু বানাতে পারে। বলিউডের শিল্পীকে দিয়েও বানাতে পারে আবার হলিউডের শিল্পীদের দিয়েও বানাতে পারবে। তবে এখন থেকে যারা বানিয়ে নিয়ে আসবে তাদের আলাদা ট্যাক্স প্রদান করতে হবে। দেশি টেলিভিশন চ্যানেলে বিদেশি কোনো সিরিয়াল দেখাতে হলে তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে, তারা এটি যাচাই-বাছাই করবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড