• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলিজার বন্ধুকে হত্যার অভিযোগ থেকে মুক্ত হলাম : ডন

  নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩২
সালমান শাহ ও ডন
সালমান শাহ ও ডন (ছবি : সংগৃহীত)

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে পিবিআইয়ের তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন খলনায়ক আশরাফুল হক ডন।

সালমান শাহকে কলিজার বন্ধু উল্লেখ করে ডন বলেন, আমি ২৪টি বছর ধরে কত কষ্ট-জ্বালা-যন্ত্রণা সয়েছি তা কেবল আমিই জানি। ২৪টি বছর বন্ধু হত্যার অপবাদ নিয়ে ঘুরেছি। আমার যে ক্ষতি হয়েছে তা কোনো দিন কিছুতেই পূরণ হবে না। ধৈর্য ধরে ছিলাম, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। মিথ্যাকেও জোর করে সত্যি বানানো যায় না। এই ইন্ডাস্ট্রির সবাই জানে তার মৃত্যুতে আমারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। নায়ক-ভিলেন হিসেবে আমাদের জুটি তরুণদের কাছে অনেক জনপ্রিয় ছিল। সালমানের মৃত্যুর পর আমিও সিনেমায় তেমন নিয়মিত হতে পারিনি। তবু আমার ওপর বন্ধু খুনের দায় চাপানো হলো।

এ খল অভিনেতা বলেন, সালমান শাহ হত্যার ঘটনা অনুসন্ধানে অনেক তদন্ত হয়েছে। সর্বশেষ তদন্ত করল পিবিআই। তারা দীর্ঘ সময় ধরে কাজটি করেছে। ২ মাস আগে আমাকেও ডেকেছিল, গিয়েছি, জবানবন্দি দিয়েছি। শুনেছি আরও অনেককে তলব করা হয়েছিল। তার ভিত্তিতে এই আত্মহত্যার প্রতিবেদন এসেছে। সুষ্ঠু-সুন্দরভাবে দুই যুগ ধরে চলে আসা একটি রহস্যের মীমাংসা হলো। এজন্য আমি পিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ।

ডন বলেন, দেশের মানুষের কাছে একটি আবেগের নাম সালমান। মৃত্যুর এত বছর পরও সে সবার কাছে জীবন্ত। আল্লাহ যেন আমার বন্ধুকে ভালো রাখেন, সবার কাছে সেই দোয়া চাই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালমান শাহ হত্যার নেপথ্যের কারণগুলো তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক ডিআইজি বনজ কুমার মজুমদার। তিনি বলেন, সালমান শাহ হত্যার অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ মেলেনি। সালমান পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন।

পরে দুপুরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান খলনায়ক আশরাফুল হক ডন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি ছিলেন তিনি।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড