• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন 

  নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৯
গ্রামীণফোন
গ্রামীণফোন ভবন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আদালতের নির্দেশ মেনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে এই পরিমাণ টাকা দিয়েছে গ্রামীণফোন (জিপি)।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে জিপির কর্মকর্তারা এই চেক হস্তান্তর করেন। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।

এ সময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে ১০০০ কোটি টাকা পরিশোধ করায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে ধন্যবাদ জানান বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।

জহুরুল হক বলেন, গ্রামীণফোন মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপার আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে।

আরও পড়ুন : খালেদা উন্নত চিকিৎসায় রাজি কি না, জানতে চান হাইকোর্ট

এর আগে বৃহস্পতিবার গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দেন আপিল বিভাগ। সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ ওই নির্দেশ দেন।

গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন। আপিল বিভাগের এই আদেশ রিভিউ চেয়ে আবেদন করে গ্রামীণফোন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড