• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডোপ টেস্ট ছাড়া সরকারি চাকরি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া নির্দেশ দিয়েছেন, ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা ছাড়া কেউ যেন কোনোভাবেই সরকারি চাকরিতে প্রবেশ করতে না পারে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা আহসানিয়া মিশনের মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দিয়েছেন। যেমন জঙ্গি, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। কারণ এই মাদক থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে না পারলে আমাদের যে লক্ষ্য ‘রূপকল্প-২০৪১’, তা পূরণ হবে না।

তরুণদের উদ্দেশে মাদক সেবন করলে কেউ সরকারি চাকরি পাবে না জানিয়ে কামাল বলেন, মাদক সেবন করে সরকারি চাকরি হবে না।

তিনি বলেন, দেশের মানুষ আগের মতো এখন আর খোলা স্থানে ধূমপান করেন না। তাদের মধ্যে সচেতনতাবোধ তৈরি হয়েছে। এই সচেতনতাবোধ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন : করোনা ইস্যুতে হুঁশিয়ার করল আইইডিসিআর

মন্ত্রী বলেন, আমরা মাদক উৎপাদন করি না, তবুও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এভাবে আর চলতে পারে না। আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তামাককে যেভাবে আমরা নির্মূল করতে পেরেছি। মাদকও পারব।

তিনি আরও বলেন, আহসানিয়া মিশনে অনেক নারীই সংশোধনের জন্য ভর্তি আছেন। নারীরা মাদকাসক্তে জড়িয়ে পড়লে সেটা গোপন না করে সংশোধনের জন্য সংশোধনাগারে ভর্তি করে দেওয়ার কথাও জানান তিনি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড