• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হানিফ ফ্লাইওভারে টোল দিলেন অর্থমন্ত্রী

  অধিকার ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১১
মোস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (ফাইল ছবি)

কেরানীগঞ্জে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টোল প্রদান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি এ টোল প্রদান করেন।

অর্থমন্ত্রী চলার পথে নিয়মিত টোল প্রদান করেন বলে জানা গেছে। যখনই তিনি কোনো টোলভুক্ত ব্রিজ বা ফ্লাইওভার অতিক্রম করেন তখন টোল প্রদান করেন।

যদিও নিয়ম রয়েছে, ফ্লাইওভারে সরকারি গাড়ির ক্ষেত্রে টোল না দিলেও চলে। তবে অর্থমন্ত্রী বরাবরই ওই পথে যাওয়ার সময় গাড়ির টোল দিয়ে থাকেন।

অর্থমন্ত্রী শুধু নিজে টোল দেন তা নয়, সকলকেই টোল পরিশোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

গত বছর ১৯ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন, টোলের টাকা দিয়েই সড়ক সংস্কারের ব্যবস্থা করতে হবে। প্রতি বছর সড়ক সংস্কারে বিপুল পরিমাণ টাকা দেওয়া সম্ভব হবে না।

আরও পড়ুন : খালেদা উর্দুতে পাস করলেও বাংলায় ফেল : হাছান মাহমুদ

তিনি বলেন, প্রতিটি মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড