• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক নিহত 

  কুষ্টিয়া প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২
সড়ক দৃর্ঘটনা
জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহানসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, উপজেলার হোসেনাবাদ বাজারে স্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও সোলাইমান হোসেন জয় নামে এক যুবক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয় মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, সোহানের অবস্থা খারাপ হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাজবাড়ীতে পৌঁছালে তার মৃত্যু হয়।

নিহত সোলাইমান হোসেন জয় (ছবি : দৈনিক অধিকার)

জানা গেছে, সোহানুর রহমান সোহান দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের কালু মন্ডলের ছেলে এবং তার বন্ধু সোলাইমান হোসেন জয় একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সোলাইমান হোসেন জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার। তিনি বলেন, জয়ের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোহানের মরদেহ নিয়ে আসা হচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড