• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কচুরিপানা’ সমালোচনার ব্যাখ্যা দিলেন মন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৭
পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ছবি : সংগৃহীত)

কচুরিপানা নিয়ে গবেষকদের পরামর্শ দেওয়ার কথা যেভাবে বলা হয়েছে সেভাবে গণমাধ্যমে আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ‘গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না’ এই বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে আসার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, আমি এই বাংলার মানুষ। কীভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি। আপনারাই বলেন, আমি কি কচুরিপানা খাই। গবেষণা তো যে কোনো বিষয় নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয় নিয়েও গবেষকদের গবেষণা করতে বলেছি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। আর ওখান থেকেই অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। কৃষির পাশাপাশি অন্য ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছি। এরপর রসিকতা করে আমি গবেষকদের বলেছি, কচুরিপানার আরও কিছু করা যায় কি না দেখেন। একজন গবেষক বললেন, গরু তো খায়। আমি তখন গবেষকদের কচুরিপানা নিয়ে আরও গবেষণা করতে বলেছি। আমি আবারও বলছি কাউকে কচুরিপানা খাওয়ার জন্য বলিনি।

তিনি বলেন, মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করব প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ, স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে শুনে লিখি।

আরও পড়ুন : খালেদার প্যারোল চেয়ে কেউ আবেদন করেননি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ সম্মেলনে নিউজ ভুলভাবে উপস্থাপন করার জন্য সাংবাদিকেরা দুঃখ প্রকাশ করেন মন্ত্রীর কাছে।

উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, কচুরিপানা নিয়ে কিছু করা যায় কি না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড