• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাইরাস শনাক্তে স্ক্যানার দেবে কোরিয়া

  নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭
করোনা ভাইরাস
ভাইরাস শনাক্তে স্ক্যানার (ছবি : সংগৃহীত)

যে কোনো ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারে এমন স্ক্যানার মেশিন দেবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের সব বিমানবন্দরে বিনা মূল্যে এগুলো দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনা ভাইরাস নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, এটা নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। আজকে এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। গত বুধবার এটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন। ওনার কাছে একটা অফার আসছে।

কোরিয়ার স্ক্যানার মেশিন নিয়ে তিনি বলেন, এটা আরও মোডিফাইড জিনিস, যে কোনো ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন ইডিশন। এটা আরও সিকিউরড।

আরও পড়ুন : ১০ বছরে ক্যাডার পদে নিয়োগ ৩০ হাজার

তিনি আরও বলেন, তারা এমনিতেই এটা (স্ক্যানার মেশিন) আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের দিচ্ছে। আমাদের সবগুলো এয়ারপোর্টেই তারা দেবে। এটা কোরিয়ান টেকনোলজি, তারা এটা আবিষ্কার করেছে। তারা বলছে, এটা দিয়ে যে কোনো ভাইরাসসহ কেউ আসলেই ধরা পড়বেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড