• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইঁদুরের কারণে ১ লাখ টন ফসলের ক্ষতি

  নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭
কৃষিমন্ত্রী
ছবি : সংগৃহীত

ইঁদুরের আক্রমণে ১ লাখ ৪ হাজার ৪৯২ টন ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপিত হয়।

কৃষিমন্ত্রী জানান, ২০১৮ সালে ইঁদুরের কারণে ১ লাখ ৪ হাজার ৪৯২ টন ফসলের ক্ষতি হয়।

তিনি আরও জানান, ইঁদুরের আক্রমণে প্রত্যেক বছর গমের ৪ থেকে ১২ শতাংশ, আনারসের ৬ থেকে ৯ শতাংশ, আলুর ৫ থেকে ৭ শতাংশ, আমন ধানের ৫ থেকে ৬ শতাংশ নষ্ট হয়ে থাকে। এছাড়াও ইঁদুরের আক্রমণে গড়ে মাঠ ফসলের ৫ থেকে ৭ শতাংশ এবং গুদামজাত শস্যের ৩ থেকে ৫ শতাংশ ক্ষতি হয়ে থাকে।

আরও পড়ুন : কাদেরকে ফোন করায় ফখরুলের ওপর চটেছেন মান্না

আব্দুর রাজ্জাক জানান, ইঁদুরের আক্রমণে ২০১৪ সালে ৯৬ হাজার ৬৯৬ মেট্রিক টন, ২০১৫ সালে ৯৪ হাজার ৩৮৮ মেট্রিক টন, ২০১৬ সালে ৮৮ হাজার ৮৪৪ মেট্রিক টন এবং ২০১৭ সালে ৯০ হাজার ৩৮৫ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়। ইঁদুরের আক্রমণের হাত থেকে ফসলের ক্ষয়-ক্ষতি রক্ষায় ইতোমধ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড