• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মা সেতু তৈরি হলে চাকরির অভাব হবে না : অর্থমন্ত্রী

  গোপালগঞ্জ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫১
বঙ্গবন্ধু
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে অর্থমন্ত্রীসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

এখন যারা লেখাপড়া করছে তাদের চাকরির অভাব হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পদ্মা সেতু তৈরি হলে গোপালগঞ্জের চেহারা পাল্টে যাবে। সে সময় সকল ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনাদের আর দুশ্চিন্তা করতে হবে না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ৬১ ভাগ মানুষ কর্মক্ষম জনগোষ্ঠী, এরা সবাই কর্মক্ষম। যারা লেখাপড়া করেছে সরকার তাদের প্রশিক্ষণ দিয়ে ভালো চাকরি পাওয়ার ব্যবস্থা করবে। সেই সঙ্গে যারা শিক্ষিত নয় তারাও যাতে কিছু করে খেতে পারে সেই ব্যবস্থাও করবে বর্তমান সরকার।

এর আগে অর্থমন্ত্রীসহ অন্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর চিঠি পাওয়া সেই পরিবারটি চায় শহিদের স্বীকৃতি

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড