• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলাপ-আলোচনায় সীমান্ত হত্যা শেষ হবে : রীভা গাঙ্গুলী

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫
পরিদর্শন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই দেশের রেল লিংকের কাজ পরিদর্শন করেন রীভা গাঙ্গুলী দাস। (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, এই বিষয়গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুইবার মিটিংয়ে বসে। আশা করছি এ সব বিষয় আলাপ-আলোচনার মধ্যে দিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই দেশের রেল লিংকের কাজ পরিদর্শন করতে এসে এই মন্তব্য করেন তিনি।

রীভা গাঙ্গুলী দাস বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তাদের নিজেদের মধ্যে সব সময় কথাবার্তা হয়।

ভারতের হাইকমিশনার বলেন, আখাউড়া-আগরতলা রেল লাইন প্রকল্পটি দুই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এ রেলপথের মাধ্যমে হয়ে থাকে। আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ শেষ হবে। একই বছর দুই দেশের মধ্যে রেল যোগাযোগও চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাই কমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহামেদ নিজামী।

আরও পড়ুন :টেকনাফে বাস চাপায় মাদরাসা ছাত্রী নিহত

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২শ ৫২ কোটি টাকা।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড