• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব হলেন আমিনুল

  নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩
সচিব
আমিনুল ইসলাম খান (ছবি : সংগৃহীত)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম খান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুল।

একই আদেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব করা হয়েছে।

এ দিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ফলে তার স্থলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।

আরও পড়ুন : সোনার বাংলা গড়া না পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

এর আগে আমিনুল ইসলাম খান স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড