• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিযুদ্ধে কামালের ভূমিকা রহস্যজনক : মোজাম্মেল

  নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৭
মোজাম্মেল হক
ড. কামাল হোসেন ও আ ক ম মোজাম্মেল হক (ছবি : সংগৃহীত)

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ড. কামাল হোসেনের ভূমিকা রহস্যজনক ছিল বলে অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ অভিযোগ তোলেন।

মন্ত্রী বলেন, ড. কামাল আইনমন্ত্রী থাকাকালীন সংবিধান প্রণীত হয়েছিল। এজন্য নিঃসন্দেহে সে কৃতিত্বের অধিকারী। এজন্য তাকে অনেকে সংবিধান প্রণেতাও বলে থাকেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার অবস্থান ছিল রহস্যজনক। আমরা সেসব বলতে চাই না। তার জামাতা ইহুদি। তিনিও সব সময় বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছেন। আজকের বাংলাদেশের সাফল্যকে মেনে নিতে পারছে না তিনি।

আরও পড়ুন : চীনফেরত শিক্ষার্থী রংপুর থেকে ঢাকায়

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির সমাবেশে ড. কামাল হোসেন সরকারকে সরে যেতে বলেন। সরকার স্বেচ্ছায় বিদায় না নিলে লাথি মেরে ফেলে দেওয়ার কথা বলেন তিনি।

এ বিষেয়ে মোজাম্মেল হক বলেন, একজন সংবিধান প্রণেতা নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন। সরকারের পতন দাবি করতে পারেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা আমরা আশা করিনি।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড