• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদী দখল হলেই ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫০
নদী দখল হলেই ব্যবস্থা : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (ছবি : সংগৃহীত)

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। এ জন্য নদীগুলোর প্রবহমান বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপন করা হয়েছে। এবার সেটি নিয়ে সরকার কাজ শুরু করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, নদী বাঁচলে বাঁচবে দেশ, বাংলাদেশের নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে, এই কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

নদী দখলের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে খালিদ মাহমুদ বলেছেন, আড়াইহাজারে নদী দখল নেই এটি বড় একটি সুখবর। আমি দেশের নদী রক্ষার সকলকে একযোগে কাজ করার আহবান জানাচ্ছি।

আরও পড়ুন : এবার নিজেদের শক্তি দেখাবে বিএনপি : আমীর খসরু

প্রতিমন্ত্রী আরও বলেন, আড়াইহাজারে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও আড়াইহাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড