• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইভিএমে ভোট দিয়ে প্রধানমন্ত্রী

ডিজিটাল পদ্ধতি বিশ্বাস করে না বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৩
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও থেকে নেওয়া ছবি)

ইভিএমে ভোট চুরির সুযোগ নেই বলেই বিএনপি ডিজিটাল পদ্ধতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সিটি কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

দুই সিটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরাই জয়ী হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল ৮টার কিছু পরে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ধানমন্ডির সুধা সদনের বাসার ঠিকানার ভোটার। সে হিসেবে তার ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ইভিএমে ভোট দেবেন যেভাবে

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড