• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইডিয়ালে ওড়না নিষিদ্ধের সত্যতা মেলেনি : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১৮:১৫
শেখ হাসিনা
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের ওড়না পরা নিষিদ্ধের অভিযোগের সত্যতা মেলেনি। প্রতিষ্ঠানের গর্ভনিং বডি এ ধরনের সিদ্ধান্ত নেয়নি।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে বিরোধীদলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার প্রশ্নে প্রধানমন্ত্রী এ তথ্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে দেশের উন্নয়ন গতিশীল ও স্থায়ী করতে নিরলসভাবে কাজ করছে। সরকার একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করছে।

শেখ হাসিনা বলেন, ছাত্রীদের ওড়না পরা নিষিদ্ধ করেছে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ—এ মর্মে সংসদ সদস্যের করা অভিযোগ তদন্ত করে সত্যতা পায়নি শিক্ষা মন্ত্রণালয়।

সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে উদ্যোগ নিয়েছি। নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, সততা ও সময়ানুবর্তিতার অনুশীলন করানো হচ্ছে। আদর্শ মানুষ গড়ার কারিগর শিক্ষক। ছেলে-মেয়ে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান শিক্ষা, ধর্মীয় জ্ঞান দেওয়ার লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছি।

তিনি বলেন, এ দেশ স্বাধীন, সার্বভৌম, ধর্ম নিরপেক্ষ। বর্তমান সরকার ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানসহ সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজকের অধিবেশনের সভাপতিত্ব করেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড