• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব-পাপনকে নিয়ে সংসদে উত্তাপ

  নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২০, ২১:০১
সাকিব
ছবি : সংগৃহীত

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার বিষয়টি এবার জাতীয় সংসদের আলোচনায় উঠে এসেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংসদে অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে সাকিবের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তুলে ধরেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করার দায়ে শাস্তি ভোগ করছেন সাকিব। বর্তমানে তিনি এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে ক্রিকেটের বাইরে রয়েছেন। ক্রিকেট দুনিয়ায় সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবার তাকে নিয়ে সংসদেও আলোচনা করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের কাছে বাংলাদেশ দলের হেরে যাওয়া নিয়ে মঙ্গলবার কয়েকজন সংসদ সদস্যের আলোচনার মধ্যে অংশ নিয়ে ফখরুল ইমাম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পারলেন না আমাদের সাকিবকে ফেরাতে। সাকিব আল হাসান এক বছরের জন্য খেলার বাইরে থাকল, এটা আমাদের বোধগম্য নয়। এর আগে যারা বিসিবির সভাপতি ছিলেন তারা দক্ষতার সঙ্গে বোর্ড চালিয়েছেন।

তিনি বলেন, আমি আশা করি, সাকিবের এই শাস্তির কমানোর ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেওয়া হবে।

এ দিকে, নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া পাকিস্তানে গিয়ে বাজেভাবে টি-২০ সিরিজ হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে যায় পাকিস্তান। এর আগের দুটি ম্যাচে বাংলাদেশ হেরেছে যথাক্রমে ৫ ও ৯ উইকেটে।

আরও পড়ুন : অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সমাধান : ইশরাক

প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিবকে ক্রিকেটে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন দীপক আগারওয়াল নামের এক জুয়াড়ি। আগারওয়াল ভারতীয় নাগরিক। তার আসল নাম বিক্রম আগারওয়াল। সাকিবের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে মোবাইল নম্বরটি পান তিনি। এরপর হোয়াটসঅ্যাপে বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের সঙ্গে যোগাযোগ করতেন এ ইন্ডিয়ান জুয়াড়ি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড