• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৈধ অস্ত্র বহনে ৫ দিনের নিষেধাজ্ঞা ইসির

  নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২০, ১৪:৩০
ইসি
নির্বাচন কমিশন ভবন (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের আগে ও পরে পাঁচদিন ঢাকায় বৈধ আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা পেয়ে নিষেধাজ্ঞাটি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করে। পরিপত্রের অনুচ্ছেদ ১৯ এর নির্দেশনা মোতাবেক বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত অ্যাক্ট অনুযায়ী এ আদেশ জারি করা হয়।

এতে আরও বলা হয়, দুই সিটির নির্বাচনি এলাকায় ৩০ জানুয়ারি ভোর ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড